সোমবার (৩১ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জামাল আব্দুন নাছের বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম।
দিবসটির উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় যোগ দেন র্যালিতে অংশ গ্রহণকারীরা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জামাল আব্দুন নাছের বাবুল, সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না প্রমুখ।
র্যালি ও সভায় বক্তারা তামাজাত পন্যের কুফল বিষয়ে আলোকপাত করেন। এতে অংশ নেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিভিন্ন স্তরের লোকজন।