১১ বছর পর মাদারগঞ্জের গৃহবধূ শাহিদা হত্যা মামলার রায় ঘোষনা হয়েছে। মামলায় অভিযোগ প্রমানিত হওয়ায় তিন আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড হয়েছে। ২৮ জুন সোমবার জামালপুরের বিজ্ঞ সিনিয়র দায়রা জজ আদালতে ওই রায় হয়। রায় ঘোষনা করেন সিনিয়র দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: জুলফিকার আলী খান।
মামলার বিবরণে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার পূর্ব জটিয়াপাড়া গ্রামের প্রবাসী শাহীন মিয়া তার স্ত্রী শাহিদা বেগমের নামে বিদেশ থেকে টাকা পাঠান। সেই টাকা নিয়ে শাহীন মিয়ার বড় ভাই রবিউল কাশেম(৪৮), আমিনুর রহমান (৩৫) ও রবিউল কাশেমের ছেলে নিক্সন (২৫) সাথে শাহীন মিয়ার স্ত্রীর দ্বন্দ্ব হয়।
এর জেরধরে উল্লেখিত ব্যাক্তিরা ২০১০ সালের ২০ জানুয়ারি শাহীন মিয়ার স্ত্রী শাহিদাকে পিটিয়ে হত্যা করেন। এই নিয়ে উল্লেখিত তিন জনের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার বাদী ছিলেন নিহত গৃহবধূ শাহিদা বেগমের বাবা মুজিবুর রহমান। মামলায় মোট স্বাক্ষী ছিলেন ১৭ জন।
আদালতে স্বাক্ষ্য দেন ৮ জন। স্বাক্ষ্য গ্রহন শেষে ৩০২/৩৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতের বিচারক ওই রায় দেন। দন্ডিত তিন আসামীর মধ্যে ২জন আদালতে উপস্থিত ছিলেন। অপর দন্ডিত আসামী নিক্সন পলাতক রয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পিপি নির্মল কান্তি ভদ্র। আসামী পক্ষে ছিলেন এডভোকেট বাকী বিল্লাহ।