জামালপুরে গত ২৪ ঘন্টায় ২০৮ টি নমুনা পরীক্ষার পর ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৭ টি নমুনা পরীক্ষায় ২ জন ও জেলা/উপজেলা পর্যায়ে রেপিড এন্টিজেন টেস্টে ৩৭ টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়।
এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ২২ জন, মেলান্দহ উপজেলায় ৪ জন, মাদারগঞ্জ উপজেলায় ৪ জন, ইসলামপুর উপজেলায় ৪ জন, সরিষাবাড়ি উপজেলায় ৭ জন, বকশীগঞ্জ উপজেলায় ৬ জন ও দেওয়ানগঞ্জ উপজেলায় ১ জনসহ জেলায় মোট ৪৯ জন আক্রান্ত হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ সদরে শনাক্ত হয়েছে ১ জন। বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ সদরে ১ জন, সারমারায় ১ জন, টাঙ্গারিপাড়ায় ১ জন, পানাটিয়াবাড়ীতে ১ জন, ব্র্যাক রোডে ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনের করোনা শনাক্ত হয়।