চলতি বছরে জামালপুর জেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। দাম ভালো থাকায় চাষিরাও মহা খুশি। জামালপুর জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জামালপুর জেলায় ৭টি উপজেলায় মোট লিচু চাষ হয়েছে ২৯০ হেক্টর। এর মধ্যে সদর উপজেলায় বেশি লিচু চাষ হয়েছে। সদর উপজেলার শ্রীরামপুর, গোদা শিমলা, রাঙ্গামাটি, শরিফপুর, জয়রামপুর, শ্যামপুর, রঘুনাথপুর, হামিদপুর, রনরামপুর ও খলিশাকুড়ি গ্রামসহ অর্ধশত গ্রামে বানিজ্যিকভাবে লিচু চাষ করে আসছে কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি বছরে জামালপুর জেলায় স্থানীয়জাত ছাড়াও চায়না, চায়না-৩, বেদেনা, মঙ্গলবাড়ি ও বোম্বাই জাতের লিচুসহ বিভিন্ন উন্নতজাতের লিচু চাষ হয়ে আসছে।
ফলন হয়েছে প্রতি হেক্টরে ১২ থেকে ১৩ মেট্রিকটন। ফলে জামালপুর জেলায় লিচুর চাহিদা মিটিয়েও জামালপুরের লিচু দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। সময়মত লিচু পাকায় লিচুর দামও ভালো পাচ্ছে চাষীরা। জামালপুরে বর্তমানে প্রতিশত লিচু ২০০ থেকে ৩০০ টাকায় বেচা কেনা হয়ে আসছে। এব্যাপরে জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক পিকন কুমার সাহা জানান, চলতি বছরের লিচু চাষিরা জামালপুর কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে যথা সময়ে কৃষি সেবা ও পরামর্শ পেয়েছেন। কৃষকরা চাহিদা মাফিক সঠিক পরিচর্চা করতে পেরেছেন। ফলে চলতি মওসুমে জামালপুর জেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে।