ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র সানন্দবাড়ী বাজার হতে মৌলভীর চর রাস্তায় মোক্তারের মোড়ে দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতার কারণে প্রায় পঞ্চাশ হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি লক্ষ করা গেছে। দেশ বিখ্যাত প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আয়ের সানন্দবাড়ী হাট বাজারের সাথে উত্তর পশ্চিমাঞ্চলের একমাত্র যোগাযোগের রাস্তা এটি।
গত অর্থ বছরে বাজারের মেইন রাস্তা আরসিসি ঢালাই করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বারবার খবর প্রকাশের পরও কর্তৃপক্ষের নজর কাড়েনি। এলাকার জনপ্রতিনিধি ও নেতা কর্মীগণ দৌড়িয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে।
এতেও কাজ না হওয়ায় অবশেষে স্থানীয় সমাজ সেবক জিয়াউল ইসলাম জিয়ার নেতৃত্বে রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক জিয়াউল ইসলাম জিয়া, মনছুর আলী, হাসমত আলী, শিক্ষক তারিকুল ইসলাম, নজরুল ইসলাম, ব্যবসায়ী বকুল ইসলাম, ইলেক্ট্রিশিয়ান মাসুদ জামান,ব্যাপারী সুরুজ্জামান, রুস্তম আলী, আঃ হালিম মোল্লা প্রমূখ।
রাস্তা বরাটকে স্বাদু বাদ জানিয়েছেন এলাকার সাধারণ জনগন ও যানবাহনের মালিকগণ। সমাজ সেবক জিয়াউল ইসলাম জানান জণ দুর্ভোগ চরমে পৌছালে দুই বছরেও কোন কাজ না হওয়ায় নিজেদের চলার রাস্তা নিজেরাই ঠিক করে নিলাম।