জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষকদের মাঝে বিনামল্যে উন্নত জাতের জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। রোববার(২৭ জুন) হারভেস্টপ্লাস বাংলাদেশ ৪০ জন কৃষকের মাঝে ওই ধানবীজ বিতরণ করেন। আর্থিক সহায়তা দেন ইউরোপীয় ইউনিয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছামিউল হক। প্রধান অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা সাইফুল আজম খান। বিশেষ অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হাসান রাজু,
বিংক্স হারভেস্ট প্রকল্পের সমন্বয়কারী হাবিবুর রহমান, প্রোগ্রাম অফিসার পলাশ চন্দ্র গোস্বামী, সিইএফ বিল্লাল হোসেন, আবু তাহের, সিএ আল আমিন ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক খাদেমুল ইসলাম।