লিয়াকত হোসেন বাবুল / মোহাম্মদ আসাদ :
বকশীগঞ্জে সরকার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। মঙ্গলবার দুপুরে উপজেলা সরকারী গণগ্রন্থাগার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,উপজেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু জাফর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল আমিন ফোরকান। মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন।
সভায় অন্যানের মধ্যে বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম ওমর আল ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিস্টার, বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আঃ মুন্নাফ,বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমাছ আলী,সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ বাবুল,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা সম্রাট, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক রাকি বিল্লাহ রাকিব প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।