মোহাম্মদ আসাদ ॥
বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বাট্টাজোড় নালারমোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন আওয়ামালীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি,সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের প্রতিবাদে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা.আবদুল মোন্নাফ জানান,আগামী ২৩ সেপ্টেম্বর বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। জামালপুর জেলা আওয়ামীলীগ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বর্ধিত সভায় উপস্থিত থাকবেন। বর্ধিত সভা সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগ। কিন্তু ২৩ তারিখের বর্ধিত সভা বানচাল করতে দলের ভিতর ঘাপটি মেরে থাকা একটি চক্র পায়তারা করে আসছে। চক্রান্তের অংশ হিসেবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মঙ্গলবার সন্ধায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম চিহ্নিত জামায়াত বিএনপির কিছু সমর্থক নিয়ে একটি মিছিল বের করে। মিছিলে তারা বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামালীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি,সাধারণ সম্পাদক ,উপজেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেয়। সেই বিক্ষোভে আওয়ামীলীগ নেতা একে আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক রবিজল হক,ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুল বাতেন অংশ নেয়। তাদের এই মিছিল দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাই তাৎক্ষনিক এক প্রতিবাদ সভা করেছে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগ। প্রতিবাদ সভায় সিদ্ধান্ত মতে যারা ২৩ তারিখের বর্ধিত সভা বানচাল করতে মিছিল করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তমতে সংগঠন বিরোধী কার্যকলাপের কারনে সাময়িকভাবে তাদেরকে শোকচ করা হয়েছে। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। জবাব দিতে না পারলে পরবর্তীতে সাংগঠনিক ভাবে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: আব্দুল মোন্নাফের সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক শ্রমিক নেতা হানিফ উদ্দিন তালুকদার,সাংগঠনিক সম্পাদক মোঃ লাভলু মন্ডল,শ্রম বিষয়ক সম্পাদক সুরুজ্জামান,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এনামুল হক লাখ,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছামছুল আলম তালুকদার,আওয়ামীলীগ নেতা আবদুস সামাম মেম্বার,ওবায়দুল হক,মিঠু মিয়া,রিয়াজল হক,গোলাম মোস্তফা,জহুরুল হক জয়নাল,যুবলীগ নেতা খলিলুর রহমান,শ্রমিকলীগ নেতা কুরবান আলী ও পলাশ মিয়া প্রমূখ বক্তব্য রাখেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,যারা সংগঠনের ভালো চায়না তারাই শুধু এমন ন্যাক্কার জনক কাজ করতে পারে। যতই চক্রান্ত করেন আগামী ২৩ তারিখ বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা সর্বাত্বক সফল হবে ইনশাআল্লাহ। সেই সাথে বর্ধিত সভা বানচাল করতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যারা কথিত বিক্ষোভ মিছিল করেছে তাদের শাস্তির দাবি জানান বক্তারা।