বকশীগঞ্জে ও দেওয়ানগঞ্জে সব এলাকায়, লকডাউনের প্রথম দিনে কারোনা কারণে জীবনযাত্রা ছিলো আগের চেয়ে অনেক স্বাভাবিক। এই দিকে করোনা স্বাস্থ্য বিধি না মেনে চলা চল করছে এই দুই উপজেলার মানুষ। এবং এই দুই উপজেলার মধ্যে বড় বড় হাট বাজারে মুখের মাক্স ছাড়া চলাফেরা করছে মানুষ। এবং রাস্তায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ হলেও, কিন্তু অন্যান্য পরিবহন গুলো স্বাভাবিক ভাবে তারা গাড়ি চালাছে না।
এই দিকে বকশীগঞ্জে বাজারে ও দেওয়ানগঞ্জ বাজারে অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চলাচল করছে। কিন্তু বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা থাকার পরেও উপেক্ষা করে বেলা ঐঠার সঙ্গে সঙ্গে দোকান মালিকরা সরাসরি মুখে মাক্স ছাড়া দোকান খুলে ব্যবসা করতে দেখা গেছে ব্যবসায়ীদের, বকশীগঞ্জ নিউজ প্রতিনিধিরা জানান, দেওয়ানগঞ্জে সাধারণত যাত্রীবাহী বাস ছাড়া ছোট ছোট পরিবহন স্বাভাবিক ভাবে চলাচল করছে।
এই দিকে বাহাদুরাবাদ ঘাটে নদীর পথে চলছে অনেক ধরনের নৌকা। এবং বকশীগঞ্জে ও দেওয়ানগঞ্জে এসব এলাকায় আগের মত ব্যবসা প্রতিষ্ঠান গুলো সরকারি আইন অনুযায়ী চলাচল করছে। যেযন মালিক বাগমোড়, কলেজ রোড, থানা গেট, হাইস্কুল, কামালপুর বাজার, শেখপাড়া, বগারচর এসব এলাকায় করোনা কারণে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে মানুষের মধ্যে। বকশীগঞ্জ উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলা এসব বাজারে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান গুলো সরকারি টাইম ছাড়া খুলা থাকে।
এই দিকে সামাজিক স্বাস্থ্য বিধি ও মুখে মাক্স না পরে সাপ্তাহিক হাটে দোকান পাট নিয়ে বসেতে দেখা গেছে হকারদের রাস্তায়। এই দিকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ যেনো চোর পুলিশ খেলার মত পালিত হচ্ছে বাজারে লকডাউন। সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ও গাড়ি আসতে দেখলেই ঐ আগের মত দোকান বন্ধ করে রাখে ব্যবসীরা। আবার আইন শৃঙ্খলা বাহিনী চলে গেলে, আবার দোকানের সাটার খুলে বসে থাকেন। এভাবে চলতে দুই উপজেলাতে ঢিলেঢালা ভাবে চলছে সরকারি লকডাউন পালন।
লকডাউন মানছে না বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ, লকডাউন মানছে না বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ